বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

স্বদেশ মৃত্তিকা  মানব উন্নয়ন সংস্থা উদ্যেগে: ইফতার বিতরন কর্মসুচি:

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উদ্যেগে: ইফতার বিতরন কর্মসুচি:

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

মোঃ আকবর  হোসেন



নগরীর বিভিন্ন ওয়ার্ডে দু:স্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরন কর্মসুচিতে “স্বদেশমৃত্তিকা  মানব উন্নয়ন সংস্থা”
রমজান মাসে গরীব রোজাদারগন ঠিক মতো ইফতার সামগ্রী ক্রয় করতে পারেন। অনেকে মানবেতরভাবে রোজা পালন করেন। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দরিদ্র রোজাদারদের কষ্ট লাগব হবে।
রমজান আসে সংযমের শিক্ষা নিয়ে সিয়াম সাধনার কঠোর অনুশীলনের মধ্যেমে মাহে রমজানের শিক্ষা নিজের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করতে পারলে পৃথিবীটা হয়ে উঠবে সুন্দর ও শান্তির নীড়।
ত্যাগ ও সংযমের শিক্ষা যথাযথ প্রয়োগ কেবল ধর্মীয় জীবন সমৃদ্ধ করে বেহেস্তের পথ খুলে দিবে। নেমে আসবে বেহেস্তের সুখ ও শান্তি।
অসহায়দের সাথে সহায় হয়ে তাদের দু:খ দুর্দশায় তাদের পাশে এসে দাড়ানো উচিৎ সচ্ছ, ধনবান মানুষের সহ আমাদের সবার।

বিত্তবানদের উদারচিত্ত নিয়ে হতদরিদ্র নি¤œ আয়ের মানুষদের পাশে দাঁড়াতে হবে। দান কখনো  সম্পদকে ছোট করেনা বরং সম্পদের পূর্ণতা লাভ করে। তাই সকলকে সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে সমাজকে এগিয়ে নিতে হবে
আজীবন মানুষের কল্যানে কাজ করার জন্যই “স্বদেশ মৃত্তিকা  মানব উন্নয়ন সংস্থা”
[লেখক: চেয়ারম্যান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।]