স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের হাতিমারা এলাকায়। পুলিশ মাদকাসক্ত নিজাম উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে।
নিহত মো. আলিফ (১০ মাস) হাতিমারা এলাকার বাবুল মিয়ার ছেলে।
এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই হারুন অর রশিদ জানান, হাতিমারা এলাকায় আয়ুব আলীর বাড়িতে বেশ কিছু দিন ধরে বাবুল মিয়া সপরিবারে বসবাস করেন। তার বড় ছেলে নিজাম উদ্দিন স্থানীয় একটি কারখানায় কাজ করত। সম্প্রতি সে কারখানার চাকরি ছেড়ে দেয় এবং মাদকাসক্ত হয়ে পড়ে। গত সোমবার সন্ধ্যার দিকে তার মায়ের কাছে কিছু টাকা দাবি করে। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করেন। এর কিছু সময় পরে নিজাম উদ্দিন ঘরে শুয়ে থাকা তার ১০ মাসের ছোট ভাই আলিফকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশে একটি কূপের মধ্যে ফেলে দেয়। এ সময় মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন কূপ থেকে শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় এবং নিজামকে আটক করে। খবর পেয়ে রাতেই পুলিশ নিজাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শিশুটির বাবা বাবুল মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় বড় ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, নিহত শিশুটির মাথায় আঘাতের জখম পাওয়া গেছে।
এসআই হারুন অর রশিদ আরো জানান, নিজাম উদ্দিনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


