সোমবার, ১৬ মে, ২০১৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

ফাইল ফটো

 তিন দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেলে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক-তারেকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ ধর্মঘট পালন করছিল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আজ সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউজের বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সভাপতিত্বে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক সভায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সভায় উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, জেলা প্রশাসক শেখ হারুনার রশিদ, ডিআইজি মনিরুজ্জামান, বাংলাদেশ পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেনসহ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদর নেতারা।