স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মুমিনুল। সোমবার ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১০৪ বলে ঠিক ১০৪ রান করেছেন ভিক্টোরিয়ার হয়ে খেলা মুমিনুল।
অবশ্য আড়াই বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে বগুড়ায় এই ঢাকা লিগেই প্রাইম দোলেশ্বরের হয়ে আবাহনীর বিপক্ষে ১২২ বলে করেছিলেন ১২৯ রান। ওটাই ছিল এতদিন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার একমাত্র সেঞ্চুরি। অর্থাৎ সোমবার তুলে নিলেন দ্বিতীয়টি।
এবারের ঢাকা লিগের প্রথম চার ম্যাচে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছিলেন মুমিনুল। মোহামেডানের বিপক্ষে খেলেছিলেন ৬৭ রানের ইনিংস। বাকিগুলো ছিল ১৩, ৩৫, ২০।
সোমবার ফতুল্লায় মুমিনুল যখন ক্রিজে এসেছিলেন তখন ৭ রানেই ১ উইকেট নেই ভিক্টোরিয়ার। দ্বিতীয় উইকেটে আব্দুল মজিদের সঙ্গে জুটি বেঁধে দলের শুরুর ধাক্কা সামাল দেন তিনি।