প্রসূন, শিমু
নির্মাতা-অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি নির্মাণ করলেন ‘চাঁদের মতো মেয়ে’ শিরোনামের ঈদের একক নাটক। এ নাটকে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন শিমু-প্রসূন। দুই বোনের ক্যারিয়ার ক্রাইসিস নিয়ে এগিয়ে গেছে নাটকের কাহিনি। নাটকটি রচনাও করেছেন এই নির্মাতা।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা শাহরিয়ার নাজিম জয় জানান, শিমু-প্রসূন দুইবোন। শিমু নামকরা একজন অভিনেত্রী।প্রসূনের খুব শখ অভিনয় করার। তাই সে বোনকে অভিনয়ের সুযোগ করে দেয়ার অনুরোধ করে। তারপর শিমু একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেয় প্রসূনকে। কিন্তু প্রসূন তার বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এভাবেই এগিয়ে গেছে নাটকের গল্প।
গত ২৮ এপ্রিল নগরীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। গতকাল চিত্রায়ণের কাজ সম্পন্ন হয়েছে। এতে শিমু-প্রসূন ছাড়াও অভিনয় করেছেন তানভীর। ঈদুল ফিতরে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকেটি প্রচারিত হবে বলে জানা যায়।