রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে
স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: রোববার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেজগাঁও স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে কারওয়ান বাজারের কাঁচাবাজারের পাশে হাসিনা মার্কেটের একটি দোকানে আগুন লাগে। পরে তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্টরা বলছেন, ওই মার্কেটে বিভিন্ন নিত্যপণ্যের দোকান, লেপ-তোষক ও খাবার হোটেলের দোকান ছিলো। আগুনে এসব দোকান পুড়ে গেছে।
রোববার সন্ধ্যায় কালবৈশাখীর এই অগ্নিকাণ্ডের কারণ কী, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।