বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

সাবধানে খাবেন তরমুজ : ইবনুল সাঈদ রানা

সাবধানে খাবেন তরমুজ : ইবনুল সাঈদ রানা

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: মৌসুমী ফল তরমুজ, শিশুদের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য নিরাপদ কি না খাওয়ার আগে একটু দেখে খাবেন। আজ আমার ( এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন) অফিসের কর্মকর্তা কর্মচারীদের সকালের অফিসিয়াল নাস্তা পরিবেশন করার জন্য তরমুজ আনা হয়। তরমুজ কাটার পর বেশ কয়েকটা তরমুজের ভিতর লাল পানি এবং দূ:গন্ধ পাওয়া যায়, মনে করা হচ্ছে রং মিশ্রিত পানি ইনজেকশনের মাধ্যমে ঢোকানো হয়েছে। এমন নয় যে তরমুজ বয়স্ক হয়েছে বা বেশী পেকে গেছে। তরমুজের বিচি গুলো অপুষ্ট, তবে তীব্র লাল রং হয়েছে। পচা গন্ধ ও লাল পানি বের হওয়াতে অনুমান করা হচ্ছে এতে রং পোস করা হয়েছে। এ ধরনের তরমুজ শিশুরা খেলে খুব তারা তারি অসুস্থ্য হয়ে পড়তে পারে।
সাবধান হবেন এই গরমে যে কোন খাবার সকলের জন্যই সতর্কতার সহিত খাওয়া উচিত।