সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

NDF,Swadesh Mrittika,CNBD-মুখোশ-ভুভুজেলা নিষিদ্ধের আহবান

NDF,Swadesh Mrittika,CNBD-মুখোশ-ভুভুজেলা নিষিদ্ধের আহবান






স্বদেশসময়টোয়েন্টিফোরডটকম:

আগামী ১৪ এপ্রিল বঙ্গাব্দ ১৪২২ এর প্রথম দিনের উৎসবসুষ্ঠুভাবে উদযাপনে জন্য ভুভুজেলা নামে পরিচিত উচ্চ শব্দের বাঁশি বাজানোর  নিষেধাজ্ঞা দাবি জানান স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(NDF), চেয়ারম্যান ইবনুল সাঈদ রান ও সিএনবিডিটোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক জাহাংগীর কবির, ভুভুজেলার বিরুদ্ধে  অবস্থানের কারণ সম্পর্কে  সবাই  বলেন, ভুভুজেলার শব্দের কারণে আশপাশের কোনো কিছুই শোনা যায় না কেউ চিৎকার করে যদি মরেও যায় পাশের মানুষ কোনোভাবেই তা শুনতে পারেন না
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুভুজেলা নিষিদ্ধের সিদ্ধান্তে জনসাধারণ খুশি হবেন, নিশ্চিত ডুগডুগির বিক্রিও এবার বাড়বে আশা করা যায় মুখোশ নিষিদ্ধের কারণ হিসেবে ধারণা করা যায়_ 'মুখোশের অন্তরালে' থেকে কেউ যাতে অপকর্ম করতে না পারে,
 সবাই যাতে নির্বিঘ্নে বৈশাখী উৎসব করতে পারে- সেই ব্যবস্থা নেওয়া র আহবান জানান