সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

নতুন আইনের প্রয়োজন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন আইনের প্রয়োজন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন


স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের যত বিচারের চার্জশিট হচ্ছে সবই প্রচলিত পুরোনো আইনেই হচ্ছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের জন্য নতুন আইনের প্রয়োজন নেই। সোমবার বিকেলে সাভারের আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দ্বিতীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণবিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, উপাচার্য মেজবাহ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এবং একমাত্র গণবিশ্ববিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ। এর আগে ২৯ সেপ্টেম্বর ২০১৩ সালে প্রথম কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।