রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

ফের বাড়ল অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা

ফের বাড়ল অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা

ফের বাড়ল অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা
সচিবালয় প্রতিবেদক : অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ আরো এক দফা বাড়িয়েছে সরকার। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইন গণমাধ্যমের নিবন্ধন ও প্রত্যয়ন পত্র তথ্য অধিদপ্তরে জমা দেওয়া যাবে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা দেওয়া হয়েছিল।

রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে কয়েকদফা গণমাধ্যমের নিবন্ধন করার সময়সীমা বাড়ানো হয়।

সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, ‘অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ১৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার। ওই সময় পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেওয়া যাবে।’
সরকার প্রথমবার ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছিল। তারপর আরো কয়েকদফা সময় বাড়ানো হয়।