শনিবার, ২ এপ্রিল, ২০১৬

জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় গাজীপুরে পদযাত্রা

জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় গাজীপুরে পদযাত্রা

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:গাজীপুরে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় পদযাত্রা

গাজীপুরে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় পদযাত্রা

জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় ‘জননীর জন্য পদযাত্রা’ বুধবার সকালে গাজীপুরে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই মেডিক্যাল কলেজ ক্যাম্পাস গিয়ে শেষ হয়।
পদযাত্রায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র সাহা, সাচিবের গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. আমির হোসেন রাহত, পদযাত্রার সমন্বয়ক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, ডা. আবুল কালম আজাদ, ডা. আলী আকবর পলানসহ চিকিৎসক, শিক্ষার্থী, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।