শনিবার, ২ এপ্রিল, ২০১৬

‘উন্মাদদের’ হাত থেকে পরমাণু অস্ত্র রক্ষার আহ্বান

‘উন্মাদদের’ হাত থেকে পরমাণু অস্ত্র রক্ষার আহ্বান

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
বারাক ওবামা

বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেটের (আইএস) মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ‘উন্মাদ মানুষদের’ হাতে যাতে পারমাণবিক অস্ত্র না পড়ে, সে জন্য পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে আয়োজিত পরমাণুবিষয়ক শীর্ষ সম্মেলনে শুক্রবার এ আহ্বান জানান তিনি।

সম্মেলনে ওবামা বলেন, পারমাণবিক হামলা ঝুঁকি হ্রাসের চেষ্টার পরও বিশ্ব ক্রমাগত নব্য পারমাণবিক সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করে আসছে। এ পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীই পারমাণবিক বোমা হাতে পায়নি।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এই পরমাণুবিষয়ক শীর্ষ সম্মেলন শুক্রবার শেষ হয়েছে। প্রায় ৫০টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন। সম্মেলনের আলোচনায় উত্তর কোরিয়া ও আইএস ইস্যুটি প্রাধান্য পেয়েছে।

ওবামা বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সমন্বিত প্রচেষ্টার কারণে কোনো সন্ত্রাসী গোষ্ঠী পারমাণবিক অস্ত্র বা তেজস্ক্রিয় উপাদানে তৈরি ডার্টি বোমা অর্জনে সফল হতে পারেনি। এতে কোনো সন্দেহ নেই যে, ওই উন্মাদ মানুষগুলো যদি একবার তাদের হাতে পারমাণবিক অস্ত্র কিংবা অস্ত্র তৈরির উপাদান পায়, তাহলে তারা বহু নিরপরাধ লোককে হত্যা করবে।’