মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বন্যাকবলিতদের সহায়তায় কাজ করছে সামাজিক সংগঠন।

বন্যাকবলিতদের সহায়তায় কাজ করছে সামাজিক সংগঠন।


২৬ আগষ্ট কুমিল্লায় বন‍্যাকবলিত ভিন্ন উপজেলায়

বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে “স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা” হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন, SEABD Foundation, Safe Food Bangladesh, BALKAN BANGLADESH CATALYSTS OF COMMERCE & INDUSTRY ও ঝলক ফাউন্ডেশনএসব সব সংগঠনসহ বিভিন্ন মানুষের আর্থিক সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।

প্রতিবেশী দেশ ভারতের উজান থেকে আসা পানির ঢল, ভারী বর্ষণ আর উপচে পড়া নদীর পানিতে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের ১২টি জেলা। বিপর্যস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষের জীবন পরিস্থিতি মোকাবিলায় আটকে পড়া বন্যাকবলিত দুর্গতদের মধ্যে জরুরি মানবিক সহায়তা নিশ্চিতে বৈশ্বিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন  সংগঠনের ব্যাক্তিবর্গ।

মানবিক সহায়তা প্যাকেটে ছিল, চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, ম্যাচ লাইট, বিস্কুট সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন, হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন শিবলু, স্টুডেন্ট এডুকেশনাল এশোসিয়েশনের চেয়ারম্যান গোলাম রহমান(GR Sir), স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক সাদমান সাব্বির, এলাকার(কুমিল্লা) ভলান্টিয়ার মামুন, : রাজ্জাক, আকাশ, সুজন রবিউল   

স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা চেয়ারম্যান আকবর হোসেন জানান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা আয়োজনে ভিন্ন সংগঠনসহ।

তিনি আরও বলেন আমাদের লক্ষ্য ছিল দুর্গম এলাকাগুলো নিয়ে কাজ করার। যেখানে কেউ ত্রাণ পৌঁছাতে পারেনি। মানবিক দৃষ্টিকোণ থেকে কাজগুলো আমরা নিঃস্বার্থ ভাবে করে যাচ্ছি। আমাদের সংগঠন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা সব সময় মানুষের সেবার নিয়োজিত ছিলো।
দেশের যেকোনো দুর্যোগে ভুক্তভোগী মানুষের পাশে সহযোগিতার হাত পারিয়ে দিয়েছি ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য সব সময় আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে।

 

হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন শিবলু বাংলাদেশের এই বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ যতগুলো মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে, এটি তার মধ্যে অন্যতম; যেখানে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় বন্যাকবলিতদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানে জরুরিভিত্তিতে আমরা সবাইকে পাশে চাই।

স্টুডেন্ট এডুকেশনাল এশোসিয়েশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন আমরা প্রত্যন্ত অঞ্চলে ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছি। যতোদিন বানভাসি মানুষ ঘরে ফিরে না যাবে ততোদিন আমরা অসহায় মানুষের পাশে আছি। 



সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 বৈষম্য নিরসনের দাবীতে বাংলাদেশ বেতারের কর্মকর্তা ও কর্মচারীদের মানব্বন্ধন।

বৈষম্য নিরসনের দাবীতে বাংলাদেশ বেতারের কর্মকর্তা ও কর্মচারীদের মানব্বন্ধন।

বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন অর্ন্তবর্তীকালীন সরকারের নেতৃত্বে বৈষম্যমুক্ত রাষ্ট্রকাঠামো মেরামতের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেক্ষিতে বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীদের চাকুরীতে পদোন্নতি বঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের দাবীতে আজ ১৯ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ সোমবার বেলা ১১:০০ ঘটিকায় বাংলাদেশ বেতার, আগারগাও, ঢাকা কেন্দ্রের মূল ফটকের সামনে সকলের অংশগ্রহনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা বিভিন্ন ব্যানার এবং প্লাকার্ডের মাধ্যমে বৈষম্য নিরসনে তাদের দাবিসমূহ তুলে ধরেন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ স্বপ্নযাত্রায় গর্বিত অংশীদার হতে বেতারের কর্মকর্তা, কর্মচারীদের দাবিসমূহ হলো।


১। বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান করা

২। বার্ডভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা

৩। একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন করা

২: বাংলাদেশ বেতার হতে নিজস্ব মহাপরিচালক নিয়োগ করা

৫। নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুনঃসংশোধন করা

৬। বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ।

৭। বাংলাদেশ বেতারের অনিয়মিত শিল্পীদের চাকরী স্থায়ীকরণ করতে হবে।

৮। জনসংখ্যা সাস্থ্য ও পুষ্টি সেলের ১২ জন বৈষম্যমের শিকার নিজস্ব শিল্পীদের চাকুরীর সরকারীকরণ।




উল্লেখ্য, বাংলাদেশ বেতারের ৯ম, ১৩ তম এবং ১৫ তম বিসিএস কর্মকর্তারা এখনো ৪র্থ গ্রেডে আছেন। এছাড়াও, ২৪ তম থেকে ২৭ তম বিসিএস এর কর্মকর্তারা ৬ষ্ঠ গ্রেডে রয়েছেন যাদের অধিকাংশ ১৪ বছরের অধিক এবং ২৮ তম থেকে ৩৫ তম বিসিএস- এর নবম গ্রেডের অধিকাশে কর্মকর্তা প্রায়্যা ৮ থেকে ১৪ বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন।

বিসিএস তথ্য ক্যাডারের চারটি সাব-ক্যাডার রয়েছে। উপসচিব পদে আবেদন প্রেরণের ক্ষেত্রে এ চারটি সাব ক্যাডারের মধ্যে একাট সাব ক্যাডার গণযোগাযোগ/পিআইডি থেকে ১৩৬টি ভিত্তি পদের বিপরীতে প্রতি বছর ১০ টি আবেদন গ্রহণ করা মাই অথচ নিদারুণ বৈষম্যের নজির স্থাপন করে বাংলাদেশ বেতারের বিসিএস তথ্য ক্যাডারের ০৩টি সাব ক্যাডার থেকে ৩২৩ টি ভিত্তি পদের বিপরীতে অযৌক্তিকভাবে মাত্র ১০টি আবেদন গ্রহণ করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র মেরামতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য জাতীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ বেতারের ভূমিকা অনস্বীকার্য। বিদ্যমান বাস্তবতায় বাংলাদেশ বেতারের চলমান বৈষম্য নিরসন করে কর্মকর্তা- কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি করা হলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল যে লক্ষ্য তা বাস্তবায়নে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

বর্তমান অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ন্যায্য দাবিসমূহ যথাশীঘ্রই পূরণ করবে বলে মানববন্ধনে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।


আলোকচিত্র শিল্পী
মোস্তাফিজুর রহমান মিন্টু




রবিবার, ১১ আগস্ট, ২০২৪

 স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের  শিক্ষার মানোন্নয়নে  ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার মানোন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

নরসিংদী শাখায় স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯ অক্টোবর (শুক্রবার)বিকাল ৩ টায় বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে ও স্টুডেন্ট এডুকেশনার এসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক সাদমান সাব্বির, নরসিংদী শাখার সহকারি প্রধান শিক্ষক কান্তা শেখ, শিক্ষক শান্তা শেখ, সানজিদা আক্তার সহ অন্যন্যা শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,অভিভাবকগণ,সমাবেশে  মা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ   উপস্থিত ছিলেন।
সভাপতি মোঃ আকবর হোসেন বলেন,বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সহ সকলের সন্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরো উন্নয়ন করা হবে। ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদেরও বেশী সচেতন হতে হবে। 
অত্র স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন। তিনি অভিভাবকের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া আশ্বাস প্রদান করেন।


সোমবার, ৫ আগস্ট, ২০২৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তী সময়ে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। 

উল্লেখ্য, সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

 

রবিবার, ৪ আগস্ট, ২০২৪

শাহবাগে ধাওয়া-পাল্টাধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেলে গাড়িতে আগুন

শাহবাগে ধাওয়া-পাল্টাধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেলে গাড়িতে আগুন

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা গাড়িতে আগুন দেয়া হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা দলে দলে জড়ো হতে শুরু করেন শাহবাগে। লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীরা চড়াও হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে প্রতিরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে।

শনিবার (৩ আগস্ট) এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।