শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

আশা জাগিয়ে রাখলো আর্জেন্টিনা

আশা জাগিয়ে রাখলো আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নেওয়ায় আর্জেন্টিনার ওপর চাপটা একটু বেশি ছিলো। ব্রাজিল বিদায় নিয়েছে তাই আর্জেন্টিনাকে যে করেই হোক সেমিফাইনালে জায়গা করে নিতে হবে। তা না হলে যে কাতার বিশ্বকাপের রঙ অনেকটা ফিকে হয়ে যেতো। টান টান উত্তেজনার ম্যাচটিতে মেসিরা পেরেছে সমর্থকদের মন জয় করতে। ডাচদের স্বপ্ন ভঙ্গ করে দিয়ে নিজেদের পতাকা উড়িয়েছে। হয়তো তখন এমন বড় বাধার সম্মুখীন কিংবা টান টান উত্তেজনার ম্যাচ খেলা হয়নি। তাই তো আনন্দে মেসিকে সতীর্থরা ক্ষণিকের জন্য কাধে উঠিয়ে নিলেন। গোলকিপার মেসিকে দেখিয়ে হাত দিয়ে হয়তো বলতে চাইলেন ‘ওর জন্যই সবকিছু। বিশ্বকাপটা আমরা জিততে চাই।’ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে মেসিদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন মার্টিনেজ। নেদারল্যান্ডসের প্রথম দুটি শট ঠেকিয়ে দেন তিনি। গোল করেন মেসি ও প্যারাদেস, মন্তিয়েল। তিন নম্বর শটে ডাচদের হয়ে গোল করেন কুপমেইনার্স। এরপর লক্ষ্যভেদ করেন ডাচদের প্রত্যাবর্তনের নায়ক ভেঘোর্স্ট। আর্জেন্টিনার হয়ে চার নম্বর পেনাল্টি নিতে যান ফের্নান্দেজ। বাইরে মারেন তিনি। ফলে আবার হৃদস্পন্দন বেড়ে যায় আর্জেন্টিনার সমর্থকদের। ডি ইয়ং গোল করার পর হৃদস্পন্দন আরও বাড়ে আর্জেন্টিনা সমর্থকদের। শেষ পেনাল্টি থেকে গোল করে দলকে জিতিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। এদিকে বাংলাদেশেও আর্জেন্টিনার সমর্থকরা নেচে, গেয়ে আনন্দ করেছেন। সেমিফাইনালে উঠার পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সমর্থকরা র‌্যালি করেন। ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের সমর্থন বেশি বাংলাদেশে।