শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

আজকের দিনটি কেমন যাবে

আজকের দিনটি কেমন যাবে



স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
Rashifal
( শুক্রবার, ১৯ অগাস্ট ২০১৬ )


মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
বিদ্যার্থীরা পড়াশোনার চাপে পরবেন। সন্তানের পড়াশোনা নিয়ে অবিভাবকরা উদ্বিগ্ন হতে পারেন। শিল্পী ও কলাকুশিলবরা ভালো সুযোগ পাবেন। প্রেমিকার জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, , ১৭, ২২, ৩৭, ৪৫


বৃষ (২১ এপ্রিল - ২১ মে)
অমিমাংষিত ভূমি সংক্রান্ত বিষয়ের ফয়সালা হতে পারে। বাড়ীতে কোনো আত্মীয়র দ্বারা উপকৃত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যশা পূরণ হবে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

 
মিথুন (২২ মে ২১ জুন)
আজ সাংবাদিক ও প্রকাশকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। বৈদেশীক বানিজ্যের সাথে সম্পৃক্তরা বিদেশ যেতে পারেন। গার্মেন্টস ব্যবসায় ভালো অর্ডার লাভের যোগ দেখা যায়।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

 
কর্কট (২২ জুন ২২ জুলাই)
কোনো প্রতিবেশীর অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বাড়িতে কারো বিয়ের আয়জন করতে হতে পারে। খুচরা বিক্রেতাদের ভালো লাভ হবে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা ভালো নয় । তবে মিষ্টি ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

 
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
দিনটি ব্যস্ততায় পূর্ণ। তবে কোনো বিচারে অংশ নিতে পারেন। নিজের রাগ ও জেদের উপর নিয়ন্ত্রন রাখুন। উচ্চ রক্তচাপের রুগীরা কষ্ট পাবেন।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
 
কন্যা (২৪ আগস্ট ২৩ সেপ্টেম্বর)
আজ আবার কর্মের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে শহরের পথে পারি দেবেন। ভ্রমনে যাবার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। ব্যয় বৃদ্ধি পাবে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, , ১৭, ২২, ৩৫, ৪৮


তুলা (২৪ সেপ্টেম্বর ২৩ অক্টোবর)
বড় ভাই-বোনের সাথে কোথাও বেড়াতে যাবার সুযোগ পেয়ে যাবেন। ব্যবসায়ীদের কিছু বকেয়া টাকা আদায় হতে পারে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, , ১৮, ২১, ৩৬, ৪২

 
বৃশ্চিক (২৪ অক্টোবর ২২ নভেম্বর)
সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন। নিজের কর্ম সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। প্রভাবশালী কারো সাহায্য পাবেন।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, , , , ২২, ৩৪

 
ধনু (২৩ নভেম্বর ২১ ডিসেম্বর)
আপনার ধর্মীও ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। পিতা মাতার আশীর্বাদ পাবেন। কারো সাথে কোনো ধর্মীয় স্থান ভ্রমনে যেতে পারেন।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, , ১৭, ৩৮, ৪০, ৪৮
 

মকর (২২ ডিসেম্বর ২০ জানুয়ারি)
যাত্রাপথে যেচে পরে কারো উপকার করতে যাবেন না। অবৈধ পন্য পরিবহনে বা বহনে বিরত থাকুন। কোন দাঙ্গা হাঙ্গামার মধ্যে পরে গেলে বিপদে পরতে পারেন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, , ১৭, ২২, ৩৭, ৪৫

 
কুম্ভ (২১ জানুয়ারি ১৮ ফেব্রুয়ারি)
পারিবারিক ও দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। জীবন সাথীকে নিয়ে বেড়াতে যাবার যোগ প্রবল। ব্যবসায় কিছু লাভ হবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা চলতে পারে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, , , ১৫, ২২, ৪৭

 
মীন (১৯ ফেব্রুয়ারি ২০ মার্চ)
অনৈতিক সম্পর্কের কারনে দূর্ণাম বদনাম রটার আশঙ্কা প্রবল। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যাত্রা কালে আপনার মূল্যবান দ্রব্য হারিয়ে যাবার ভয় রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, , ২৩, ৩৭, ৪০, ৪৫