বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

সাংবাদিক হয়রানি, আইনী ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংবাদিক হয়রানি, আইনী ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাহাংগীর কবির : স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

হয়রানি এর চিত্র ফলাফলবিশেষ প্রতিবেদক: সাংবাদিককে হয়রানি করায় এক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক এস এ টিভির প্রতিবেদক নেয়ামুল আজিজ সাদেক গুলশান থানার উপপরিদর্শক আজাদের বিরুদ্ধে লিখিতভাবে নালিশ দিলে স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোনে ডিএমপি কমিশনারকে তাৎক্ষণিক এ নির্দেশ দেন। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নন। ক্ষমতার অপব্যবহার করার সুযোগ কারো নেই। জড়িত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তির অপেশাদার আচরণের দায় সংস্থা নেবে না। ঘটনার সঙ্গে জড়িত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এসএ টিভির প্রতিবেদক সাদেক গত শুক্রবার গুলশানের শাহজাদপুরে জুমার নামাজ পড়তে গেলে এসআই আজাদ তল্লাশির নামে তাকে হয়রানি করে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও এক পর্যায়ে তাকে মারধর করে ইয়াবা দিয়ে গ্রেপ্তারের হুমকি দেয়