বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

নতুন বছর যৌথ প্রযোজনার সিনেমায় মিম

নতুন বছর যৌথ প্রযোজনার সিনেমায় মিম

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
মিম

মিম

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এ অভিনেত্রীর।

ছোটপর্দার গণ্ডি থেকে এখন তিনি নিয়মিত বড় পর্দায় বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন। ২০১৫ সালের আলোচিত-সামালোচিত ব্ল্যাক শিরোনামের সিনেমাটি মুক্তি পায়। এটি মিম অভিনীত প্রথন যৌথ প্রযোজনার সিনেমা। এতে মিমের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী সোহম। ২০১৬ সালে এ অভিনেত্রীর গুড মনিং লন্ডন ও সুইট হার্ট সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া যৌথ প্রযোজনার নতুন একটি সিনেমার কাজ শুরু করবেন এ অভিনেত্রী।