মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

স্বদেশ মৃত্তিকার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করল ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’

স্বদেশ মৃত্তিকার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করল ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’

 

স্বদেশ মৃত্তিকার শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করল ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে ‘হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন’। শিক্ষায় উৎসাহ ও মেধার স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও নিরাপদ খাদ্য অধিকার মঞ্চের সহসভাপতি ডা. এস এম হাবিবুর রহমান, অরবিন্দ আদিত্য এবং স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ড. সৈয়দ তারিক উজ জামান। এছাড়া উপস্থিত ছিলেন SRA-ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. গোলাম রহমান, হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবলু, নিরাপদ খাদ্য অধিকার মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাল আহমেদ জনি, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার যুগ্ম মহাসচিব বাবুল হোসেন ও আজাদ, পরিচালক সিরাজুল ইসলাম সাগর, বাংলাদেশ বেতারের উপস্থাপক শেখ নজরুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার।

এসময় স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোঃ আকবর হোসেন বলেন,
“শিক্ষাই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও সম্ভাবনাকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবলু বলেন,
“শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই ভবিষ্যতের পাশে দাঁড়ানো। মেধাবীদের স্বীকৃতি দিলে তারা আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাবে।”

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ড. সৈয়দ তারিক উজ জামান বলেন,
“শুধু আর্থিক সহায়তা নয়, নৈতিক প্রেরণা ও সম্মানই একটি শিশুর জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের মনে দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস সৃষ্টি করবে।”

 

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।