সোমবার, ৭ মে, ২০১৮

‘অ্যাওয়ার্ড’ পেল স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন

‘অ্যাওয়ার্ড’ পেল স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন

স্বদেশসময়২৪ডটকম
ইয়ুথ সান এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ মে ২০১৮ ইং তারিখে সুফিয়া কামাল গনগ্রন্থগারের সেমিনার কক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার জন্যঅ্যাওয়ার্ড পেল স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, স্বচ্ছ ফাউন্ডেশনের সুমন শেখ সহ মোট ৫ টি সংগঠনের প্রধানকে বিভিন্ন সচেততামূলক কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আবু নাসের খান, সভাপতি ,পরিবেশ আন্দলন (বাপা) সভাপতির সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড্যাঃ কাজী আজাদুল কবির, সাধারন সম্পাদক, মিরপুর আওয়ামীলীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল গদস্লাম মিলন, সহকারী ওধ্যাপক, রাস্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাক বিশ্ববিদ্যালয়।



স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ মাকিবুল হাসান বাপ্পী, সভাপতি, ইয়ুথ সান।