শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 Global Climate Strike 2025: আগারগাঁওয়ে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের উপস্থিতি

Global Climate Strike 2025: আগারগাঁওয়ে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের উপস্থিতি

 Global Climate Strike 2025: আগারগাঁওয়ে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের উপস্থিতি

ঢাকা, আগারগাঁও:

সিআরডি গ্লোবালের আয়োজনে এবং স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত হলো Global Climate Strike 2025। বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের শিশুরাও অংশ নেয় এই কর্মসূচিতে।

এতে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা এবং অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু, যারা হাতে প্ল্যাকার্ড তুলে ধরেন এবং স্লোগানে জানান তাদের দৃঢ় দাবি—

“জলবায়ু ন্যায়বিচার চাই, এখনই চাই!”

আরো উপস্থিত ছিলেন সিআরডি গ্লোবালের সদস্যবৃন্দ।

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো. আকবর হোসেন বলেন:

“জলবায়ু সঙ্কট আজ বিশ্বব্যাপী মানবতার ওপর সরাসরি প্রভাব ফেলছে। এই শিশুদের অংশগ্রহণ আমাদের আশাবাদী করে—কারণ সচেতন প্রজন্মই ভবিষ্যৎ পৃথিবীকে রক্ষা করবে। আমরা পরিবেশের পক্ষে সবসময় কণ্ঠ তুলে আসছি এবং এই কার্যক্রম আমাদের সে পথকে আরও শক্তিশালী করবে।”

সিআরডি গ্লোবালের প্রতিষ্ঠাতা আকলিমা আক্তার সাথি বলেন:

“জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শুধু নীতিনির্ধারক নয়, সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুরা যখন এই আন্দোলনে যুক্ত হয়, তখন তা সমাজে বড় ধরনের সচেতনতা সৃষ্টি করে। আমরা চাই সবাই মিলে একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলুক।”

আয়োজকদের মতে, পরিবেশ রক্ষায় সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ আরও জোরদার করা জরুরি।

সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।