ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে স্বদেশ মৃত্তিকা স্কুলে দোয়া মাহফিল
ঢাকা: শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন শাখায় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্যোগ নেয় হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন।
দোয়া মাহফিল পরিচালনা করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা উপদেষ্টা ডা. হাবিবুর রহমান, আল মাইজভান্ডারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মো. আকবর হোসেন।হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিপলু ও আমজাদ হোসেন সুমন, নির্বাহী সদস্য মনির হোসেন সোহেল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার পরিচালক সিরাজুল ইসলাম ও সাদমান সাব্বির এবং শিক্ষক সোহাগী আক্তার, জাবেদ হোসেন ও নুপুর আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারি। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীরা ইসলামের শান্তির বাণী এবং নবীর জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে। অভিভাবকরা এ আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


