বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 মো. আকবর হোসেন এর কবিতা

মো. আকবর হোসেন এর কবিতা

বিশ্বাসই সম্পর্ক
কলমে: মো. আকবর হোসেন

সম্পর্কের জন্য চাই না ধন-সম্পদ,
নয় কোনো রাজপ্রাসাদ কিংবা বাহাদুরি পদ।
বয়স, জাত, বর্ণ—এসব তো শুধু ছায়া,
ভালোবাসা যেখানে থাকে, সেখানেই মেলে মায়া।

চাই না দামি গাড়ি, বিলাসী জীবন,
চাই শুধু একটি বিশ্বস্ত মন, একটুখানি মমতাবরণ।
সিনিয়র-জুনিয়র হিসাব করে লাভ নেই,
ভালোবাসা তো বয়স দেখে নয়—হৃদয় যেখানে ঢেউ খেলেই।

যার পকেটে টাকা না থাকলেও
হৃদয়ে থাকে অফুরন্ত ভালোবাসা,
যে কাঁধে ভর করে হাঁটতে পারি,
তুমুল ঝড়ে কিংবা নীরব আশ্বাসে।

সম্পর্কের জন্য দরকার শুধু—
একজন মানুষ, সত্যিকারের আপন,
যার চোখে ভরসা, কথায় শান্তি,
আর হৃদয়ে থাকে এক সমুদ্র ভালোবাসার ঘ্রাণ।

যার চোখে আছে ভরসার ছায়া,
যার স্পর্শে ঘুচে যায় দিনের ক্লান্তি-ব্যথা।
টাকা নেই, হোক! চলবে দু’জনে হাত ধরে,
ভালোবাসা থাকলেই জীবনটা হাসে প্রতিদিন ভোরে।

বিশ্বাস যেখানে, সম্পর্ক সেখানে টিকে,
ভালোবাসা শুধু শব্দ নয়—তা জীবনের ইতিকথা লিখে।
তাই, চাই না কিছুই অতিরিক্ত বা মিথ্যে সাজানো,
চাই শুধু একজন—যার হৃদয়টা একেবারে আমার জন্য গড়া।