টাঙ্গুয়ার হাওর রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে
ঢাকা, ১৮ জুন ২০২৫
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা টাঙ্গুয়ার হাওরকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য দ্রুত কার্যকর ও সুনির্দিষ্ট সরকারিভাবে দায়-দায়িত্ব নির্ধারণসহ পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি জানান।
“বিপর্যয়ের হাত থেকে টাঙ্গুয়ার হাওরকে বাঁচান”—এই মূল শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে হাওর অঞ্চলবাসী, ঢাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হাওর অঞ্চলবাসী সমন্বয়ক ড.হালিমদাদ খান সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির নির্বাহী সদস্য জাকিয়া শিশির, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র এবং নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, “টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জবাসীর নয়, এটি জাতীয় সম্পদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গুরুত্বপূর্ণ জলাভূমি। অথচ এটি প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত পর্যটন, অবৈধ শিকার, দূষণ এবং যথাযথ পরিকল্পনার অভাবে হুমকির মুখে পড়ছে।”
তারা আরও বলেন, “সরকারি ও স্থানীয় প্রশাসনের মধ্যে দায়িত্ব বিভাজনের অভাবে সঠিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। তাই টাঙ্গুয়ার হাওরের সুরক্ষায় একটি সুনির্দিষ্ট নীতিমালা জরুরি, যেখানে সংরক্ষণ, পরিবেশ, জীববৈচিত্র্য, স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং টেকসই পর্যটনের বিষয়গুলো গুরুত্ব পাবে।”
আয়োজক ‘হাওর অঞ্চলবাসী, ঢাকা’ জানিয়েছে, তারা এই দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করবে এবং ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে।