প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ,প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই এর অংশগ্রহণে ১৫ জুন ১লা আষাঢ় বর্ষা উৎসব উদযাপিত হয়।
অনুষ্ঠানটি বিকাল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।
আবহমান বাংলার প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ এর সাথে বর্ষার গুরুত্ব এবং বর্ষার অবদান নিয়ে আলোচনা, স্মৃতিচারণ, বর্ষার গান, বর-বধু বরণ কবিতা, কৌতুক, গল্প আড্ডায় মেতে উঠেন একদল প্রাণ প্রকৃতি প্রবীণ তারুণ্যময় পরিবেশ কর্মী।
রাজধানীর বিজয় সরণী রেংগস টাওয়ার এর থাইচি রেস্টুরেন্ট এর খোলা বাড়ান্দায় বসে বর্ষা উপভোগ্য আড্ডা মেলায় সভাপতিত্ব করেন প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির সভাপতি এড. শফিকুর রহমান।
বর্ষা উৎসবে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব, বীর মুক্তিযোদ্ধা কেএমএইচ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাবেক এম্বাসেডর মাজেদা রফিকুন নেসা, বিজিএমইএ ফ্যাশন টেকনোলজি বিশ্ববিদ্যালয় এর প্রফেসর, লেখক রাজা জলিল, জনপ্রীয় গীতিকবি ও লেখক শহীদুল্লাহ ফরায়েজি।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাঈদ রানা এবং প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই এর সভাপতি শাহিদা ইসলাম ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা ছিলেন-
প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই এর ভাইপ্রেসিডেন্ট, ফটোগ্রাফার ( সাবেক (রয়টার) রফিকুর রহমান।
নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট লেখিকা নাসরিন আকতার।
প্রবীণ তারুণ্য বাংলাদেশ এবং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা কমিটির সিনিয়র সদস্য রাজিয়া সুলতানা।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আরজুমান্দ আরা বকুল। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপদেষ্টা
বিমান বাংলাদেশ এর সাবেক কর্মকর্তা দিলরুবা জেফু, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহ সভাপতি ইয়াকুব আলী ফকির, প্রবীণ তারুণ্য বাংলাদেশ চাই এর সিনিয়র সহসভাপতি লেখক নুরুল করিম খসরু।
রাষ্ট সংস্কার আন্দোলন এরং প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির সিনিয়র সদস্য জাকিয়া শিশির, সৈয়দা রত্না, সমন্বয়ক, কলাবাগান তেতুলতলা মাঠ রক্ষা আন্দোলন।
মোঃ আকবর হোসেন, চেয়ারম্যান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, কে এম ওবায়েদুর রহমান, ডিরেক্টর, ওয়েস্ট নীট লিমিটেড। বহরম খান, সিনিয়র রিপোটার, ডেইলি স্টার, আয়শা বেনজির, প্রবীণ তারুণ্য বাংলাদেশ।
বাংলাদেশ কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক বেগম রোকেয়া ইসলাম এবং নির্বাহী সদস্য
লেখিকা মাহি ফারহানা, মেজর বদরুল আলম, বিজিবি, এমএস সিভিল ইঞ্জিনিয়ার (অব)।
মহিউদ্দিন আহমেদ, আহবায়ক, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।
মোস্তফা কামাল আকন্দ, পরিচালক, কোষ্ট ট্রাস্ট, জেসমিন আবেদিন, প্রধান শিক্ষক, সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাকীম মোহাম্মদ শামীম, মোখলেসুর রহমান, পর্যটন গবেষক।
সহকারী এটনি জেনারেল এড. সুলতান মাহমুদ বান্না, ব্যাংকার সাফিয়ার রহমান, নাগরিক আন্দোলনের নেতা রাষ্ট্র বিজ্ঞানী ডিউক হুদা। দুর্নীতি বিরোধী জোট এর জনাব হাবিবুর রহমান।ব্যারিস্টার জিয়াউর রহমান। প্রমুখ।