মঙ্গলবার, ৬ মে, ২০২৫

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ”সমাজসেবায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন এহসানুল হক সেতু”

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ”সমাজসেবায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন এহসানুল হক সেতু”

              স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

                    সমাজসেবায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন এহসানুল হক সেতু

ঢাকা, ৬ মে ২০২৫:
‘মানবতার জন্য শিক্ষা’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০ বছর পূর্তি উদযাপন করলো স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা। রাজধানীর একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের অতিথিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে পালিত হয় এই গৌরবময় দিনটি।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান। এ বছর এই সম্মাননা অর্জন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী এহসানুল হক সেতু। তাকে "সমাজ পরিবর্তনের অগ্রদূত" হিসেবে আখ্যায়িত করে সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও মো. আকবর হোসেন ক্রেস্ট  তুলে দেন।

এহসানুল হক সেতু তার বক্তব্যে বলেন,
“এই সম্মাননা শুধু আমার নয়—যারা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায়, তাদের সকলের প্রেরণা। আমি স্বদেশ মৃত্তিকার সঙ্গে পথচলা এখন থেকে শুরু করলাম শিশুদের মুখে হাসি ফোটানোর আশায়, আজ এই দীর্ঘ যাত্রায় সমাজের অনেক রূপান্তরের অংশ হতে পেরে গর্বিত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও মো. আকবর হোসেন, যিনি বলেন,
“২০ বছর আগে ছোট পরিসরে যাত্রা শুরু করলেও আজ স্বদেশ মৃত্তিকা দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। সমাজসেবায় জনাব এহসানুল হক সেতুর ভূমিকা আমাদের সকলের জন্য অনুকরণীয়।”

এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কৃতি শিক্ষকদের সম্মাননা এবং সংস্থার ২০ বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তিতে আগামী দিনের কর্মপরিকল্পনা ও আরও বৃহৎ পরিসরে সমাজসেবার অঙ্গীকার ঘোষণা করা হয়।