সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন।

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন।

 

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, কামরাঙ্গীরচর শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এই মহতী উদ্যোগে সহযোগিতায় ছিল হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন। উক্ত কার্যক্রমের লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা জীবনকে আরো সমৃদ্ধ করা এবং তাদের ভবিষ্যতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। 

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের  খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এমন একটি উদ্যোগ সমাজে সমতা ও শিক্ষার আলো ছড়ানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন-এর সহায়তায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন উদ্যোগ আরো অনেক শিশুর জীবন বদলে দিতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন:
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মোঃ আকবর হোসেন,
হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন শিবলু ও ইমরান আহমেদ . 
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাইম ইরা, অর্থ সম্পাদক, সাদমান সাব্বির, ও সাংগঠনিক সম্পাদক মশিয়ুর রহমান