মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

 জাতীয় পর্যায়ে  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  আয়োজন

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানমালার আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক
উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন,নজরুল বিরল প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সাম্য, ভ্রাতৃত্ববোধ তাঁর সাহিত্য কর্মকে উজ্জ্বল করেছে। পাশাপাশি ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামিকে প্রতিহত করার চেষ্টা করেছেন তাঁর লেখনীর মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল-সঙ্গীতশিল্পী জনাব সাদিয়া আফরিন মল্লিক। স্মারক বক্তৃতা
প্রদান করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ। আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মেলক গান, একক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ।
উল্লিখিত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার/প্রকাশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।