রবিবার, ১২ মে, ২০২৪

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে বিশ্ব মা দিবস পালিত

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে বিশ্ব মা দিবস পালিত

 

আজ রোববার ১২ মে সারা বিশ্বে পালন করা হচ্ছে মা দিবসটি। এই দিনটি মাকে বিশেষভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর দিন।

আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ-আহ্লাদ সন্তানের নামে করে দেন যে মা, তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই এই দিনটি পালন করা হয়।
 
পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় ‘মা’ ডাকের শব্দগুলোর মধ্যেও আছে উচ্চারণগত অদ্ভূত এক মিল। সবগুলো শব্দের শুরুই ‘এম’ অথবা ‘ম’বর্ণটি দিয়ে। জার্মান ভাষায় ‘মাট্টার’, ওলন্দাজ ভাষায় ‘ময়েদার’, ইতালিয়ান ভাষায় ‘মাদর’, চীনা ভাষায় ‘মামা’, প্রাচীন মিশরীয় ভাষায় ‘মাত’, সোয়াহিলি ভাষায় ‘মামা’ এবং আফ্রিকান, হিন্দি ও বাংলা ভাষায় ‘মা’।
 
বিশ্ব মা দিবস উপলক্ষে আজ সকালে সকল মা'কে শ্রদ্ধা জানানোর জন্য স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, আগারগাঁও, নরসিংদী ও কামরাংগীরচ স্কুল কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।