রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে স্বদেশ মৃত্তিকায় সচেতনাতা মূলক আলোচনা

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে স্বদেশ মৃত্তিকায় সচেতনাতা মূলক আলোচনা

 আজ ৪ ফেব্রুয়ারী(রবিবার) বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’।

দিবসটি উপলক্ষে আজ স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উদ্যাগে, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের বিভিন্ন শাখার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সচেতনতার লক্ষ্যে নানা কর্মসূচি পালন করে সংগঠন টি।

এসময় ঢাকা আগারগাঁও ,স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  আলোচনায় অংশগ্রহন করেন লেখক, গবেষক ও  স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্ঠা ড. তারিক উজ জামান, 

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ, শিক্ষক রাশিদা আক্তার ও সোহাগী আক্তার।

 এসময় ড.তারিক উজ জামান বলেন, ক্যান্সার প্রতিরোধে প্রয়োজন সচেতনতার। তবে এ সচেতনতা শুধু ব্যক্তিগত না থেকে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। তবেই সম্ভব ক্যান্সারের মতো রোগ জয় করা।

 তানিয়া শেখ বলেন নিজের শরীরের প্রতি  সব সময় যত্নবান হবে। উদ্ভিজ্জ খাবার বেশীবেশী গ্রহন করবে। বিশেষ করে সাইট্রাস জাতীয় ফল, অর্থাৎ ভিটামিন সি নিয়মিত গ্রহন করবে ও সুষম খাবার খাবে। শরীর নিয়মিত চেকআাপ করাবেন। সবাই ভাল থাকবে।