স্বদেশসময়২৪.কম
সোমবার (১৭ এপ্রিল) আগামী জুলাই ২০২৩ থেকে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটে পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে মেট্রোরেল চালু হবে। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের সভাকক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এতথ্য জানান।
এম এ এন ছিদ্দিক বলেন, প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। তারপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট এবং ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। তারপরে এটা (মেট্রোরেল) পরিপূর্ণভাবে চালানো হবে।
মেট্রোরেলের আয়ের হিসাব তুলে ধরে তিনি বলেন, রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত মেট্রোরেলে মোট যাত্রী ভ্রমণ করেছেন ১৩ লাখ ৫৮ হাজার। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।
প্রসঙ্গত, মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়েছে।
এদিকে, ঈদের তিন দিন ২০ মিনিট পর পর ছাড়বে মেট্রোরেল। ২০ এপ্রিল থেকে এ সময়সীমা কার্যকর হবে। স্বাভাবিক সময়ে ১০ মিনিট পরপর চলাচল করে মেট্রোরেল। ঈদ উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ এ সময়সূচি ঘোষণা করে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল এমডি বলেন, ২০ এপ্রিল থেকে ঈদের পরের দিন পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ মিনিটের স্থলে ২০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। আর শুধু ঈদের দিন সকাল ৮টা থেকে দুপুর ২টার পরিবর্তে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো ট্রেন চলাচল করবে।
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) ছাড়া প্রতিদিনই মেট্রোরেল চলাচল করবে। অফিস আদেশে বলা হয়, উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই ৯টি স্টেশনই খোলা থাকবে।