বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

সাকিবের বদলে যাকে নিল কলকাতা

সাকিবের বদলে যাকে নিল কলকাতা

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমে খেলছেন না দেখা যাবে না সাকিব আল হাসান। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। এমন বাস্তবতায় সাকিবের বিকল্প হিসেবে নতুন কোনো বিদেশি খেলোয়াড় দলে টানতে হতো কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে। সাকিবের বদলে ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে নিয়েছে কেকেআর। বুধবার (৫ এপ্রিল) আইপিএলের অফিসিয়াল টুইটারে এক টুইটবার্তায় জেসন রয়ের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, ইংলিশ ওপেনারকে ২.৮ কোটি রুপিতে দলে নিয়েছে কেকেআর। চলতি আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। যদিও সে সময় তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউই।