রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠায়।
এদিকে বঙ্গবাজারে আগুনের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। অনেকে রাস্তায় বসে পড়ে আহাজারি করতে থাকেন।