বুধবার, ২২ মার্চ, ২০২৩

একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক অধ্যাপক। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ মার্চ) বিকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শামীম সিকদারের ভাস্কর্যগুলোর কিউরেটর মো. ইমরান হোসেন। শামীম শিকদার চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের একজন অধ্যাপক ছিলেন। ১৯৮০ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ললিত কলা অনুষদের একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।