শনিবার, ১৮ মার্চ, ২০২৩

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

জমজমাট আয়োজনে শেষ হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। শনিবার (১৮ মার্চ) রাজধানীর পশ্চিম আগারগাঁও, ঈদঁ গা মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ লায়ন এ কে এম আজম খান, সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মো: আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইকবাল হোসেন, সভাপতি, লায়ন ক্লাব অব গ্লোবাল স্টার, ঢাকা, লায়ন ফিরোজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, হাফিজুল্লাহ হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, ড. মো: আবু তাহের তাহের, সাহিত্যিক ও শিক্ষাবিদ, লায়ন গোলাম সরোয়ার মানিক,চেয়ারম্যান, প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন, স্বাগত ভাষন ডা:এস এম হাবিবুর রহমান, উপদেষ্টা স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বে ছিলেন তানিয়া শেখ, মহাসচিব স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও প্রধান শিক্ষক স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন। আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম, মাস্টার আবুল হোসেন, সাহাবাল আহমেদ জনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক, নিরাপদ খাদ্য অধিকার মঞ্চ, সিরাজুল ইসলাম সাগর, তথ্য অ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, সাদমান সাব্বির, প্রচার সম্পাদক, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, শিক্ষক রাশিদা আক্তার, সোহাগী আক্তার, মাওলানা আসাদুল, অভিবাবকবৃন্দ সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ। স্কুল ব্যাগ উপহারঃ লায়ন ক্লাব অব গ্লোবাল স্টার শিক্ষা সামগ্রী উপহারঃপ্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন,