শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

 শাহসুফী সৈয়দ মইন উদ্দিন আহমেদ মাইজভান্ডারী  (কঃ) এর খোশরোজ শরীফ উজ্জাপন।

শাহসুফী সৈয়দ মইন উদ্দিন আহমেদ মাইজভান্ডারী (কঃ) এর খোশরোজ শরীফ উজ্জাপন।

শুক্রবার মহান ২৭শে মাঘ, শাহসুফী সৈয়দ মইন উদ্দিন আহমেদ মাইজভান্ডারী (কঃ) এর খোশরোজ শরীফ উজ্জাপন।
শাহসুফী ডাঃ এস এম হাবিবুর রহমান আল মাইজভান্ডারীর সভাপতিত্বেঃ সুফী সমাবেশ আলোচনা ও দোয়ার মাহফিল। ঢাকা আগারগাও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ খোশরাজ শরীফ উপলক্ষে দরবারে হাবিবীয়া মাইজভান্ডারীয়া ও সুফী সংঘের উদ্যেগে শুক্রবার এই কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, মাইজভান্ডারী দর্শন’র ওপর আলাচনা, ওয়াজ ও মিলাদ মাহফিল। শুক্রবার বাদ জুমা মাইজভান্ডারী দর্শনের ওপর সুফী সমাবেশ আলোচনা ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন,মাওলানা মোবারক হোসেন, হাফেজ কারী মাওলানা আব্দুল রব, বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তি যোদ্ধা আবুল কাসেম আরিফ,ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম,মোঃ আজমল হোসেন মাস্টার, মোঃ আবুল হোসেন মিঠু, মোঃ আঃ ওয়াদুদ,মোঃ মোশাররফ হোসেন মল্লিক, মোঃ রেজাউল সরকার ও ভক্তবৃন্দ। সুফী সমাবেশ আলোচনা ও দোয়ার মাহফিল সঞ্চালনায় ছিলেন মোঃ আকবর হোসেন।