(৯ জানুয়ারি) বাপা বেন সম্মেলন ২০২৩ উপলক্ষে প্রফেসর নুর মোহাম্মদ তালুকদার এর সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক জনাব ইবনুল সাঈদ রানার সঞ্চালনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার শতাধিক প্রতিনিধি বৃন্ধের অংশ গ্রহনে প্রধান অতিথি হিসাবে ছিলেন লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং BEN এর সমন্বয়ক প্রফেসর ড. খালেকুজ্জামান, সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব অধ্যাপক ইউসুফ খান পাঠান। পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান, বাপার যুগ্ন সম্পাদক মিহির বিশ্বাস, তিস্তা রক্ষা আন্দোলনের জনাব ফরিদুল ইসলাম ফরিদ, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম৷ ময়মনসিংহ জেলা বাপার আহবায়ক কাজী আজাদ জাহান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক আহমেদ, জামালপুর জেলার বাপা আহবায়ক ইঞ্জিনিয়ার শহিদুল্লাহ, সদস্য সচিব মোহাম্মদ এনামুল হক, নেত্রকোনা বাপা সদস্য মুস্তাসিমবিল্লাহ, শেরপুর বাপা সদস্য সালাউদ্দিন আমিন, ভালুকা বাপার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ময়মনসিংহ বাপার যুগ্ন সম্পাদক এডভেকেট শিব্বির আহমেদ লিটন।