সাতক্ষীরার হাবিবুর রহমানের হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। পবিত্র এ ধর্ম গ্রন্থটির দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার, প্রস্থ ২৬৪ সেন্টিমিটার। ওজন ৪০৫ কেজি।
শনিবার (১৭ ডিসেম্বর) সাতক্ষীরা পৌরসভার মেহেদীবাগ এলাকার ইসলামি সংস্কৃতি ও সেবাকেন্দ্র মসজিদে কুবা কমপ্লেক্সে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রদর্শনীটি চলবে রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদে কুবা পরিচালনা কমিটির সভাপতি জিএম নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, হাতে লেখা বৃহদাকার কোরআনের লেখক হাবিবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামছুজ্জামান বাবু, মসজিদে কুবার ইমাম সাইফুর রহমান, মসজিদে কুবা পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, আজ ইতিহাসের সাক্ষী হতে পেরে আমরা আনন্দিত। বিশ্বের মধ্যে বাংলাদেশের সাতক্ষীরায় হাতে লেখা বৃহৎ একটি কুরআন রয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
২০১৬ সালের ১ জানুয়ারি হাতে কুরআন লেখা শুরু করেন হাবিবুর রহমান। এ বছরের ২৩ সেপ্টেম্বর শেষ হয়।