বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

 শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা আয়োজন বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘শহিদ বুদ্ধিজীবীদের প্রতি

শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা আয়োজন বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘শহিদ বুদ্ধিজীবীদের প্রতি

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান। মূল বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। বাঙ্গালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। বাঙালি জাতি যখন বিজয়ের খুব কাছে, ঠিক সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। মূলত পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে মেধাহীন ও পঙ্গু করাই ছিল পৈশাচিক হত্যাক্যান্ডের উদ্দেশ্য। সভাপতির বক্তব্যে জনাব মোঃ কামরুজ্জামান বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বরের হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা। বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের। কেননা বুদ্ধিজীবীরা তাঁদের রচনাবলীর মাধ্যমে, কলমের মাধ্যমে, গানের সুরে, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, রাজনীতি ইত্যাদির মাধ্যমে জনগণের সান্নিধ্যে এসে একটি জাতির বিবেককে জাগিয়ে রাখেন। উল্লিখিত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার/প্রকাশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।