শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

সমানে-সমান লড়ে গোল পায়নি ব্রাজিল-ক্রোয়েশিয়ার কেউ

সমানে-সমান লড়ে গোল পায়নি ব্রাজিল-ক্রোয়েশিয়ার কেউ

১০ ডিসেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বলে বহু আগেই ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশের প্রস্তাব ছিল সোহারাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার। এতে রাজি হয়নি বিএনপি। এই বিতর্কে গত সপ্তাহজুড়ে অবরুদ্ধ দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। অনেকটা পুলিশের দখলে পুরো পল্টন এলাকা। এর মধ্যে ঘটে গেছে বহু ঘটনা। পল্টনে সংঘর্ষে গেছে প্রাণও। মামলা-গ্রেফতারে জেল-আদালতে ঘুরছে বিএনপির শীর্ষ নেতারা। শেষমেশ হার মানতে হয় দলটিকে। পল্টন ছেড়ে গোলাপবাগ মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। বিএনপি যখন পল্টন ছেড়ে গোলাপবাগমুখী তখন পল্টনেই সমাবেশ করলো ভিপি নূর-রেজা কিবরিয়ার সংগঠন গণঅধিকার পরিষদ। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথমার্ধে প্রায় সমানে সমান লড়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বলের দখল ও আক্রমণ প্রায় সমানে সমান। ব্রাজিলের দখলে ছিল ৫১ শতাংশ বল। ক্রোয়েশিয়ার দখলে ছিল ৪৯ শতাং। ক্রোয়েশিয়া তিনটি আক্রমণ শানায়। অন্যদিকে ব্রাজিল শানায় ৫টি। ক্রোয়েশিয়া অন টার্গেটে কোনো শট নিতে না পারলেও ব্রাজিল ৩টি শট নেয় অন টার্গেটে। তবে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ দারুণ সামলিয়েছে ব্রাজিলের আক্রমণভাগকে। তাদের কারণে ব্রাজিল জোরোসোরে আক্রমণ শানাতে পারছে না। এছাড়া উভয় দল সমান ১টি করে কর্নার পায়। একটি করে হলুদ কার্ড দেখেন দুই দলের দুইজন খেলোয়াড়। এবার দেখার বিষয় ব্রাজিলকে প্রথমবার বিশ্বকাপে হারাতে পারে কিনা ক্রোয়েশিয়া। নাকি নেইমার-কাসেমিরোদের জয়ের পাল্লা আরও ভারী হয়।