টানা দুটি ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে ১ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ রানে জয় পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ অপ্রতিরোধ্য লড়াইয়ে ভারতকে ২৭২ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে দারুণ শুরু এনে দেন ইবাদত-মোস্তাফিজ। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। এরপর আইয়ার-অক্ষরের শতরানের জুটিতে আবার প্রতিরোধ গড়ে। দুজন ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। আইয়ার সর্বোচ্চ ৭৭ রান করেন। ৫৬ রান করেন অক্ষ।
কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান আঙুলে চোট নিয়ে খেলতে নামা রোহিত। ২৭ বলে ফিফটি করে ছিলেন অপরাজিত। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রানের। মোস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মাত্র ১ রান নেয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইবাদত। ২ উইকেট করে নেন সাকিব-মিরাজ। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৭ বছর পর সফরে এসে আবারও সিরিজ হারলো তারা।