স্বদেশসময়২৪ডটকমঃ Inner Wheel Club of Greater Dhaka ০৭.০৫.১৮ সোমবার বিকেলে স্বদেশমৃত্তিকা
মানব উন্নয়ন সংস্থা অফিসে এসে ল্যাপটপ তুলে দেন Inner Wheel Club of
Greater Dhaka
ক্লাবের প্রেসিডেন্ট সাঈদা বেগম। এ সময়
অন্যান্যের মধ্যেউপস্থিত ছিলেন Wheel Club of Greater Dhaka ক্লাবের
সাধারন সম্পাদক, আতিকা খাতুন, সামসুন্নাহার মুক্তা ও আফরোজা কবির।
এ
সময় তারা স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন এর উন্নয়নে যে কোন ভাল কাজের সঙ্গী হওয়ারআশাবাদ
ব্যাক্ত করেন।
নতুন
ল্যাপটপ হাতে পেয়ে স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন জানান-
বর্তমান আধুনিক যোগে ল্যাপটপ খুবই প্রয়োজনীয় অনুষঙ্গ। এটি পেয়ে আমি
খুব খুশি। এটি ব্যবহার
করে এখন নতুন নতুনউদ্ভাবনের চেষ্টা করবো।
স্বদেশমৃত্তিকা
বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ এ মহানুভবতায় তাদেরজন্য শুভ কামনা জানান। এ ধরনের
সামাজিক দায়বদ্ধতারজন্য ওই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।