বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

আসুন ভালো কাজ করি

আসুন ভালো কাজ করি



স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
আসুন প্রত্যেকে আমরা সব সময় ভালো কাজ করি। এই পৃথিবী এমন একটি গ্রহ এখানে সুকর্ম করলে সুফল পাওয়া যায়, আর খারাপ কাজ করলে কুফল মেলে। কোনো মানুষকে চালাকি করে ঠকালেও আল্লাহ্কে চালাকি করে ঠকানো যায় না, আমরা এই পৃথিবীতে কে কি করি আল্লাহ্ সব জানেন ও দেখেন। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, যে সম্মান করতে জানে না সে সম্মান পায় না। ইতিহাসও আমার এ কথাগুলো বহন করে এবং সাক্ষ্য দেয়, বর্তমানেও আমার কথাগুলোর প্রমাণ মিলে এবং সাক্ষ্য দেয়, আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখেছি- যে অন্যকে ঠকায় সে নিজেই ঠকে, তাই চালাকি করে কেউ কাউকে তার অধিকার ও হক থেকে বঞ্চিত করবে না। আসলে মানুষ হয়ে মানুষের ক্ষতি করা ঠিক নয়, যে অন্যের ক্ষতি করে সে নিজেই নিজের ক্ষতি করে।
প্রতিটি মানুষকে তার কাজের ন্যায্য পারিশ্রমিক দেয়াই মানুষের কাজ, আর যে অন্যকে দিয়ে পরিশ্রম করিয়ে চালাকি করে তার কাজের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করে সে অমানুষ। অমানুষ দ্বারা কখনও দেশের উন্নয়ন সম্ভব নয়, কারণ অমানুষরা ক্ষমতা পেলে ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করে- যে কারণে দেশে অশান্তির সৃষ্টি হয়। আর ভালো মানুষ সব সময় ভালো কাজ করে, ভালো মানুষের ভালো কর্মগুলো দেশে শান্তি বিরাজ করে। আসলে অন্যের সুখ-শান্তি নষ্ট করে এই পৃথিবীতে কেউ সুখ ও শান্তি পায় না। তাই সবাইকে বলি কেউ কাউকে তার অধিকার ও হক থেকে বঞ্চিত করবে না। প্লিজ আর কেউ কাউকে তার কাজের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করবে না।

মোহাম্মদ আশরাফুল ইসলাম