বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

‘পাষাণ’-এ বিপাশা কবির

‘পাষাণ’-এ বিপাশা কবির

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

বিপাশা কবির

বিপাশা কবির

রাহাত সাইফুল : ‘দেশা দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসিরের নির্মিতব্য ‘পাষাণ’ সিনেমার শুটিং আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে। শুটিং শুরুর দুদিন আগে এ সিনেমায় যুক্ত হলেন লাক্স তারকা অভিনেত্রী বিপাশা কবির। রাইজিংবিডিকে এমনটাই জানান এ অভিনেত্রী।
এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও কলকাতার নায়ক ওম। এ ছাড়া অভিনয় করবেন মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে।
এ প্রসঙ্গে বিপাশা কবির রাইজিংবিডিকে বলেন, ‘পাষাণ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে কেমন চরিত্রে অভিনয় করব তা এখনই জানাতে চাচ্ছি না। সিনেমার পরিচালক সৈকত নাসির ভাই আপাতত চমক হিসেবে রাখতে চাচ্ছেন। তবে কাজটি ভালো হবে। দর্শক দেখে আনন্দ পাবেন।’
সৈকত নাসির রাইজিংবিডিকে বলেন, ‘পাষাণ’ সিনেমায় বিপাশা কাজ করছেন। তবে কেমন চরিত্রে অভিনয় করবেন তা এখনই বলতে চাচ্ছি না। আগামী ৫ আগস্ট থেকে সিলেটে এ সিনেমার শুটিং শুরু করব। সিলেটে এ লটের চারদিন শুটিং করব। এর পর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যাধারণের কাজ হবে।’
এর আগে এ সিনেমায় পরীমনির বিপরীতে চিত্রনায়ক সুমিতের অভিনয় করার কথা ছিল। পরে পরিবর্তন করে কলকাতার ওমকে নেয়া হয়েছে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমাটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
৩০টির মতো চলচ্চিত্রের আইটেম গানে নেচে দর্শক মাতিয়েছেন বিপাশা। বর্তমানে চলচ্চিত্রের নায়িকা হিসেবে কাজ করছেন তিনি। আগামী ৫ আগস্ট বিপাশ অভিনীত ‘আড়াল’ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে।