বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

ক্রীড়া খাতে বরাদ্দ ১০০ কোটি টাকা

ক্রীড়া খাতে বরাদ্দ ১০০ কোটি টাকা

 স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

ক্রীড়া খাতে বরাদ্দ ১০০ কোটি টাকা
 প্রস্তাবিত বাজেটে ক্রীড়া খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘জাতি গঠনে যুবসমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই তাদের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ কর্মী বাহিনীতে পরিণত করা এবং তাদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার কাজ করছে।’
  অর্থমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি ও ক্রীড়া উন্নয়নে যথাযথ অবকাঠামোগত সুবিধা সৃষ্টির চলমান কাজ অব্যাহত থাকবে। ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রমের জন্য ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’