মঙ্গলবার, ১০ মে, ২০১৬

ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে

ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে
নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডেপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি। তাই তার মৃত্যুদণ্ড কার্যকর করতে আদেশ কারা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এর আগে নিজামীর সঙ্গে দেখা করতে তার স্বজনদের কারা ফটকে ডাকেন কারা কর্তৃপক্ষ।পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজামীর স্ত্রী সামনুন নাহার নিজামী, ছেলে অ্যাডভোকেট নজির মোমেনসহ পরিবারের ২৬ জন সদস্য তিনটি গাড়িতে করে বনানীর বাসা থেকে রওনা হন। রাত পৌনে ৮টার দিকে তারা কারাগারে এসে পৌঁছান।
এরপর তারা একে একে কারাগারে প্রবেশ করে দেখা করেন। তবে ২৬ সদস্যের সবাই নিজামীর সঙ্গে দেখা করতে পেরেছেন কীনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে স্বজনরা কারাগারের ভেতরে প্রবেশের পরপরই একটি অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করে।