বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

পাসপোর্ট অফিসের সামনে থেকে ২৪ ‘দালাল’ আটক

পাসপোর্ট অফিসের সামনে থেকে ২৪ ‘দালাল’ আটক



                                                   ছবি: সংগৃহীত
স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ২৪ সদস্যকে আটক করেছে ্যাবের ভ্রাম্যমাণ আদালত
বুধবার ্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় ্যাব- এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে আটক করে বিভিন্ন মেয়াদের সাজা আর্থিক দণ্ড প্রদান করা হয়
আটকেরা হলেন- দারোগ আলী (৪০), শেখ আকরামুজ্জামান (৫৯), আব্দুর রহিম (২২), হাবিবুল্লা মুন্সি (২৫), কামাল হোসেন (৩৭), আবুল বাশার (৪৫), শামীম পাপ্পু (৪২), বেনজির আহমেদ (৪৬), সজল শেখ (৩২), হারুন (৫০), খোকন (৩৩), দীন ইসলাম (২৬), নাছির হোসেন (২৪), আলাউদ্দিন (২০), আনোয়ার হোসেন (৪৮), হোসাইন মোল্লা (১৯), মানিক (৩৮), সুফিয়া (৩৭), দিপালী (৩৮), মুর্সিদা, দুলেনা (৩২), সুজন (১৮), মহসিন (২৭) অহেদ (৩৭)
্যাব- এর সহকারী পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাত জানান, পাসপোর্ট অফিসের সামনে লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, এমনকি ২০০০-৬০০০ টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ বিরক্ত করছিল এই দালাল চক্র। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পাসপোর্ট না দিয়ে প্রতারণাও করছিল চক্রটি
্যাব- এর একটি বিশেষ আভিযানিক দল বুধবার পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ওই দালাল চক্রের ২৪ জনকে আটক করা হয়
আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে ছয়জনকে ছয় মাস, তিন জনকে তিন মাস, আট জনকে মাসের কারাদণ্ড, দুই জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং জনকে অর্থ জরিমানা করা হয় বলেও জানান তিনি