মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

ঢাকা, ১৯ এপ্রিল,স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বৃত্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুপুর ২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তির ফল প্রকাশ করা হয়। ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে। এবার ৮২ হাজার ৫০০ জন প্রাথমিক বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এর আগে ৫৫ হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হতো।
আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন। এ সময় উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, মেধার স্বীকৃতি ও সুষম মেধা বিকাশের লক্ষ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেয়া হয়। এর ফলে সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার মান বৃদ্ধি পায়