বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি

নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি

নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধি
স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: বিচারিক আদালতের বিচারকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ নামে প্রকাশিত গেজেটে ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর দেখানো হয়েছে, যা অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার বিকেলে এ গেজেট প্রকাশ করে। অষ্টম বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়িয়ে গেজেট প্রকাশ করল সরকার। এই বেতন স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মহার্ঘ্য ভাতা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।